Friday, June 12, 2020

দুর্বল নই আমরা নারী - Kobita Somogro


দুর্বল নই আমরা নারী

জী. এম. লতা ইসলাম


আমরা ও প্রতিবাদ করতে পারি --
অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি ,,,,
হে নারী নিজেকে মনে করোনা কভু অসহায়!
শক্তি সাহস বুদ্ধিতে তুমিও কারো থেকে কম নও !

স্বাধীন দেশের স্বাধীন জাতি আমাদেরও আছে অধিকার।
নারী মানে অবহেলিত নয়, নয় তারা বঞ্চিত,
আছে তাঁদের ও বুকে অঢেল সাহস সঞ্চিত।
এসো,হে নারী ! নিজেকে আর করোনা আড়াল।।

ভেঙ্গে দাও ঐসব জালিমের বিষ দাঁত,
যারা অবলা নারীর লুন্ঠন করে ইজ্জত।
কেড়ে নেয় যারা ছোটো ছোটো ফুটে ওঠা ফুল কলি
এসো আজ জড়ো হয়ে তাদের কে দুপায়ে ডলি।

যে সমাজে ভয়ে ভয়ে নারী পথ চলে,
রক্ষকেরা ভক্ষণ করে ফেলে দেয় ডাস্টবিনে,,,
নারী জীবনের আজ নেই কোনো নিরাপত্তা,
মুখ লুকিয়ে সইবে কতোদিন আর হায়েনার অত্যাচার,
নারী জন্মকে মনে করো না কভু তুচ্ছ , গর্জে ওঠো হে নারী
তুলে নাও হাতে তলোয়ার।

এই সমাজের ভালো মানুষের মুখোশ পরে থাকা আগাছা গুলো করতে হবে পরিষ্কার।
দূর্বল নই আমরা নারী,এসেছে সময় রুখে দাঁড়াবার।

No comments:

Post a Comment