জাগো নারী জাগো | Present Situation Poem Written by Bangladeshi Poet. Lota Islam
জাগো নারী জাগো
গাজী মোসাঃ লতা ইসলাম
আমার দেশের সোনা মাটি
তবুও আমি ভয়ে হাঁটি!
নাই তো জানা কোথায় আছে
শেয়াল কুকুরের কোনটি ঘাঁটি।
মুক্ত স্বাধীন আমার দেশ
আগাছাতে তলিয়ে বেশ,
নিড়ানি দিয়েই তাদের এবার
করতে হবে শেষ।
বসে থেকো না আর ওহে নওজোয়ান বীর
অনেক খানিক বাড়ছে ওরা
কাটতে হবে শির।
যদি কাটার উল্টোদিকে
আঘাত লাগে গায়
কষ্ট করে সয়ে নিও
পারনা কেহ পায়।
ওরা কি বুঝবে তোমার মূল্য
ডাস্টবিনের ফেলা ময়লা,
কয়লা ধুলে যায় না কালি
ওরা আসলে পিছল সেওলা।
জাত- ধর্ম বর্ণ কিছুই তাদের নেই,
কুকুর স্বভাব ওদের ভাই
গন্ধ পচা সেই!
ওরা চিনেনা বয়ো-বৃদ্ধ
পাগল কি'বা শিশু,
শয়তানের ঐ ঘোড়া ওরা
আসল ওরাই পশু।
আমরা শহীদের বংশধর
দূর্বল নয় কভু,
শক্তি সাহস আছে মোদের
সাথে থাকেন প্রভু।
উপড়ে ফেলতে হিংস্র-হায়েনা
ধ্বংস দিবো ঘাটি,
জানিয়ে দিলাম জানিস তোরা
আমিই দেশের মাটি।
কেনো বারবার নিজেকে মনে করো দূর্বল
ইট মারলে পাটকেল খেতে হয় বুঝিয়ে দাও,
সময় এসেছে ঘুরে দাড়াবার
জলন্ত আগুন ছড়িয়ে দাও,
হিমাগারে বসে থেকো না আর,
জাগো নারী জাগো এবার।
No comments:
Post a Comment