আমার বাংলা
গাজী মোসাঃ লতা ইসলাম
আমার বাংলা মায়ের আঁচল ছায়া
সবুজ সবুজ শাড়ি
রোজ প্রভাতে শিশির ভেজা
সোনালী সূর্যের বাড়ি।
সকাল হলে লাঙ্গল কাঁধে
কৃষক শ্রমিক মাঠে
ভোরের পাখি শিশ দিয়ে যায়
নিত্য নতুন ঘাটে
আরে খোকা আয়রে খুকু
পাঠশালাতে যাই
জ্ঞান কুড়িয়ে সবাই মোরা সবাই
বড়ো হতে চাই।
মোদের গাঁয়ের ছোট্টো নদী
নয়তো বেশি দূর
মাঝি- মাল্লা পাল তুলে গায় ভাটিয়ালি সুর।
আঁকা-বাঁকা মেঠোপথে
বাউলের একতারাতে
পরন্ত বেলায় বাজে কানে
রাখালিয়া সুর।
No comments:
Post a Comment